Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

এক নজরে রংপুর জেলা

সীমানাঃ

পূর্বে  কুড়িগ্রাম জেলা, উত্তরে নীলফামারী জেলা, পশ্চিমে দিনাজপুর- এবং দক্ষিণে গাইবান্ধা জেলা।

ভৌগলিক অবস্থানঃ

বর্তমানে এই জেলা ১৫০৩' থেকে ২৬০০' উত্তর অক্ষাংশ এবং ৮৮৫৭' থেকে ৮৯৩২' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। রংপুর জেলার উত্তরে লালমনিরহাট, পূর্বে কুড়িগ্রাম, দক্ষিণ-পূর্বে গাইবান্ধা, উত্তর-পশ্চিমে নীলফামারী এবং দক্ষিণ-পশ্চিমে দিনাজপুর জেলা অবস্থিত। তিস্তা নদী উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তকে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে পৃথক করেছে। রংপুর জেলার মোট আয়তন ২,৩৬৭.৮৪ বঃকিঃ। ৮টি উপজেলা, ৭৬টি ইউনিয়ন, ৩টি পৌরসভা ও ১২১৪টি মৌজা নিয়ে জেলাটি গঠিত।

 আয়তনঃ

২৪০০.৫৬ বর্গ কিমি (উপজেলা ভিত্তিক অঞ্চল)

 উপজেলার সংখ্যাঃ

 উপজেলা ও থানা - ০৮ (রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ),
সিটি কর্পোরেশন ১ (ওয়ার্ড -৩৩), পৌরসভা -৩ (বদরগঞ্জ, হারাগাছ এবং পীরগঞ্জ), ইউনিয়ন-৭৬

 

 

1.

জেলা হিসাবে স্বীকৃতি

১৮৬৯ খ্রি.

2.

সীমানা:

উত্তরে নীলফামারী, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে দিনাজপুর জেলা।

3.

পোস্ট কোড:

৫৪০০

4.

আয়তন

২৪০০.৫৬ বর্গ কিমি (উপজেলা ভিত্তিক অঞ্চল)

5.

আবহাওয়া

গড় সর্বোচ্চ তাপমাত্রা - ৩২.৩ সেলসিয়াস, গড় সর্বনিম্ন তাপমাত্রা - ১১.২ সেলসিয়াস, গড় বার্ষিক বৃষ্টিপাত ২১৯.৪৫ মিমি।

৬.

প্রশাসনিক তথ্য:

উপজেলা ও থানা - ০৮ (রংপুর সদর, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ),
সিটি কর্পোরেশন ১ (ওয়ার্ড -৩৩), পৌরসভা -৩ (বদরগঞ্জ, হারাগাছ এবং পীরগঞ্জ), ইউনিয়ন-৭৬

৭।

জনসংখ্যা:

৩১,৬৯৬১৫ (পুরুষ - ১৫,৬৮৬০৮ এবং মহিলা- ১৬০০০৬৭) (২০২২ সালের আদমশুমারি অনুসারে)

৮।

সংসদীয় আসন

মোট আসন সংখ্যা =০৬টি

১. ১৯-রংপুর-১ (গংগাচড়া)

২. ২০-রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ)

৩. ২১-রংপুর-৩ রংপুর সদর (সিটি কর্পোরেশনসহ)

৪. ২২-রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া)

৫. ২৩-রংপুর-৫ (মিঠাপুকুর)

৬. ২৪-রংপুর-৬ (পীরগঞ্জ)

৯।

ভোটার

২৪৬০৫৭০ জন (মহিলা-১২২৩২৩৬, পুরুষ-১২৩৭৩১১ ও হিজরা- ২৩)

১০।

উপজাতিঃ

উড়াও, পাহাড়ী, মুশহর, সাঁওতাল, পাহান, তুরি ইত্যাদি

১১।

শিক্ষাব্যবস্থাঃ

বিশ্ববিদ্যালয়- ০১, বিশ্ববিদ্যালয় কলেজ- ০৩, কলেজ- ৫৯টি, স্কুল- ৫১০টি, মাদ্রাসা- ২৬৭টি, প্রাথমিক বিদ্যালয় সরকারি- ৭০২, বেসরকারি- ৫৯০টি।

১২।

শিক্ষার হারঃ

৭০.৫৯% (পুরুষ ৭৩.৩৪%,মহিলা ৬৭.৯২%) (২০২২ এর আদমশুমারী অনুযায়ী)

১৩।

ধর্মীয় প্রতিষ্ঠানঃ

মসজিদ- ৫৭১১, মন্দির- ৭৬০টি ও অন্যান্য উপাসনালয়

১৪।

জেলা সদর হতে ঢাকার দূরত্ব:

৩৭০ কি: মি:

১৫।

জেলা সদর হতে উপজেলা হেড কোর্যাটার সমূহের দূরত্ব

সদর- ৩ কি: মি:, গঙ্গাচড়া- ১২ কি: মি:, তারাগঞ্জ- ৩০ কি: মি:, বদরগঞ্জ- ২৯ কি: মি:,

পীরগাছা- ২৬ কি: মি:, মিঠাপুকুর- ২৪ কি: মি:, পীরগঞ্জ- ৪০ কি: মি:।

১৬।

যোগাযোগ ব্যবস্থাঃ

রেল লাইনের দৈর্ঘ্য- ৬২ কিঃ মিঃ, ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য- ৮৪ কিঃ মিঃ

রিজিওনাল হাইওয়ে দৈর্ঘ্য- ২২ কিঃ মিঃ

১৭।

কৃষি ব্যবস্থাঃ

মোট জমির পরিমাণ- ২,৩৫,৬৭১ হেঃ

মোট ফসলী জমির পরিমাণ- ২,০১৪৯১ হেঃ

অনাবাদী জমির পরিমাণ- ৩৪,১৮০ হেঃ

প্রধান ফসল- ধান, পাট, তামাক, আলু, আখ ও শাক-সবজি

১৮।

শস্যের নিবিড়তাঃ

২৪৪%

১৯।

নদ-নদীঃ

৫ টি (তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট,আখিরা ও করতোয়া)

২০।

স্বাস্থ্য ব্যবস্থাঃ

রংপুর মেডিকেল কলেজ- ১০০০ শয্যা বিশিষ্ট, সদর হসপিটাল ৫০ শয্যা বিশিষ্ট

২১।

দর্শনীয় স্থানঃ

হযরত মাওলানা কেরামত আলী জৌনপুরী (রহঃ) এর মাজার ও মসজিদ, তাজহাট জমিদার বাড়ী বর্তমানে যাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে, কারমাইকেল কলেজ ভবন, জেলা পরিষদ ভবন, ভিন্নজগৎ, শিরীন পার্ক, আনন্দনগর, লালদীঘির নয় গম্বুজ মসজিদ, পায়রাবন্দ জমিদার বাড়ী, মন্থনার জমিদার বাড়ী, পীরগাছা দেবী চৌধুরাণীর রাজবাড়ী, ইটাকুমারীর জমিদার শিবচন্দ্র রায় এর রাজবাড়ী, মাহিগঞ্জের কাজিটারী মসজিদ, রংপুর চিড়িয়াখানা, রংপুর টাউন হল, রংপুর মেডিকেল কলেজ, পীড়গঞ্জের ঝাড় বিশলায় কবি হেয়াত মামুদের মাজার, কাউনিয়ার আনন্দ মঠ, বেনারসী পল্লী, নিসবেতগঞ্জ শতরঞ্জি শিল্পের অন্যান্য ভূমি।

২২।

শিল্প সংক্রান্তঃ

ভারী শিল্পঃশ্যামপুর সুগার মিলস, অলিভ ওয়েল মিল, আরকে ফ্যান, ডালডা মিল, সিগারেট কোঃ, আপেল সিরামিক্স, ডিস্টিলারীজ, কোল্ড স্টোরেজ, বিড়ি কারখানা, হার্ডবোর্ড মিল, সাবান কারখানা, পোলট্রি ফার্ম, গুটি ইউরিয়া কারখানা।

মাঝারী/ক্ষুদ্রশিল্পঃমসকুইটো কয়েল কারখানা, আরএফএল, পিভিসি পাইপ প্রস্ত্তত কারখানা, খাদ্য সহায়ক শিল্প, বস্ত্র শিল্প, পাট ও পাটজাত শিল্প, ছাপাখানা, চামড়া শিল্প, বনজ, রাসায়নিক শিল্প, প্রকৌশল।

কুটির শিল্পঃসিরামিক, প্রকৌশল, বস্ত্র সহায়ক, কেমিক্যাল, কাগজী ঠোঙ্গা, শতরঞ্জি কারখানা, ফলজ সহায়ক শিল্প, কারুপণ্য, তাঁত শিল্প।

ক্র নং

জেলার নাম

জেলার  আয়তন (বর্গ কি.মি.)

জেলার জনসংখ্যা

শিক্ষার হার (%)

পৌরসভার সংখ্যা

উপজেলার সংখ্যা

ইউনিয়ন পরিষদ সংখ্যা

জেলার সড়ক

শিক্ষা প্রতিষ্ঠান

পুরুষ (জন)

মহিলা (জন)

উপজলা সড়ক

ইউনিয়ন সড়ক

গ্রামীণ সড়ক

মোট প্রকল্প সংখ্যা

গৃহীত স্কীম সংখ্যা

মোট চুক্তি মূল্য (লক্ষ টাকা)

প্রাথমিক বিদ্যালয় (সংখ্যা)

পাকা (কি.মি.)

কাঁচা (কি.মি.)

মোট (কি.মি.)

পাকা (কি.মি.)

কাঁচা (কি.মি.)

মোট (কি.মি.) 

পাকা (কি.মি.)

কাঁচা (কি.মি.)

মোট (কি.মি.)

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

রংপুর ২৪০০.৫৬
১৫,৬৮৬০৮
১৬০০০৬৭
৭০.৫৯%
৭৬ ৮০৪ ৩২ ৮৩৬ ৭১৮ ৩৩০ ১০৪৮ ১০৪৪ ৪০৯৭ ৫১৪১ ৫১৯ (৩৯৯+১২০) ২৭২০১.৯৫ ৫৫২