২৬/১০/২০২৪ ইং তারিখ এ স্থানীয় সরকার বিভাগ এর পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ এর মহাপরিচালক জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি (৬৩৩০), SupRB এর আওতায় সমাপ্তকৃত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন জনাব এস এম নজরুল ইসলাম, (১৫২৭৭) যুগ্মসচিব মনিটরিং ও মূল্যায়ন অধিশাখা স্থানীয় সরকার বিভাগ ও জনাব ড। আহসান হাবিব, DLI Team Leader, SupRB.
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুসা, নির্বাহী প্রকৌশলী, রংপুর, জনাব এ কে এম হারুন-উর-রশীদ BME Rangpur Region, জনাব আহমেদ হায়দার জামান উপজেলা প্রকৌশলী সদর, জনাব মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী পীরগঞ্জ, জনাব মোঃ নাফিউর রহমান সহকারী প্রকৌশলী রংপুর, সংশ্লিষ্ট উপ সহকারী প্রকৌশলীবৃন্দ, SupRB এর QCE, SS, AE, Adv. Counselor ও অন্যান্য পরামর্শকবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস