Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার বিভাগ এর পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ এর মহাপরিচালক জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি (৬৩৩০) কর্তৃক SupRB এর আওতায় সমাপ্তকৃত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন
Details

২৬/১০/২০২৪ ইং তারিখ এ স্থানীয় সরকার বিভাগ এর পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ এর মহাপরিচালক জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি (৬৩৩০),  SupRB এর আওতায় সমাপ্তকৃত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন জনাব এস এম নজরুল ইসলাম,  (১৫২৭৭) যুগ্মসচিব মনিটরিং ও মূল্যায়ন অধিশাখা স্থানীয় সরকার বিভাগ ও জনাব ড। আহসান হাবিব, DLI Team Leader, SupRB.


এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মুসা, নির্বাহী প্রকৌশলী, রংপুর, জনাব এ কে এম হারুন-উর-রশীদ BME Rangpur Region, জনাব আহমেদ হায়দার জামান উপজেলা প্রকৌশলী সদর, জনাব মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী পীরগঞ্জ, জনাব মোঃ নাফিউর রহমান সহকারী প্রকৌশলী রংপুর, সংশ্লিষ্ট উপ সহকারী প্রকৌশলীবৃন্দ, SupRB এর QCE, SS, AE, Adv. Counselor ও অন্যান্য পরামর্শকবৃন্দ।

Attachments
Publish Date
27/10/2024
Archieve Date
30/08/2025